ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২৩০ যাত্রীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২৩০ যাত্রীর জরিমানা টিকিট চেকিং অভিযান। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২৩০ যাত্রীকে ভাড়াসহ ৮০ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (২১ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে রুটের বিভিন্ন স্থানে চারটি এক্সপ্রেসের আটটি ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিয়েন্টেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন বাংলানিউজকে বলেন, লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক নাজমুল ইসলামের নেতৃত্বে রেলওয়ে বিভাগীয় রুটের বিভিন্ন স্টেশনে লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের আটটি ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২৩০ যাত্রীর কাছ থেকে ভাড়ার টাকাসহ মোট ৮০ হাজার ৯০০টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad