ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাসের চাকায় পা হারানো রোজিনার চিকিৎসা করাবে বিআরটিসি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
বাসের চাকায় পা হারানো রোজিনার চিকিৎসা করাবে বিআরটিসি রোজিনা আক্তার রোজী। (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর বনানীতে বাসের চাকায় পা হারানো রোজিনার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

শনিবার (২১ এপ্রিল) দুপুরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রোজিনাকে দেখতে যান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এবং বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া।

এসময় বিআরটিসি’র পক্ষ থেকে রোজিনার পরিবারের সদস্যদের কাছে তার চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা তুলে দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব।

মো. নজরুল ইসলাম জানান, প্রয়োজনে ভবিষ্যতে আরও সহায়তা করা হবে।

রোজিনার পরিবারের সদস্যদের বিআরটিসি’র চেয়ারম্যান জানান, বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।  

রোজিনার পা হারানোতে বিআরটিসি’র পক্ষ থেকে দু:খ প্রকাশ করেন ফরিদ আহমেদ।

শুক্রবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ী এলাকায় উত্তরাগামী বিআরটিসির একটি দোতলা বাসের চাপায় পিষ্ট হয় গৃহকর্মী রোজিনা আক্তার রোজীর ডান পা। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।