ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জ্বালানি সাশ্রয়ে রাজশাহীতে স্কুলিং প্রোগ্রাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
জ্বালানি সাশ্রয়ে রাজশাহীতে স্কুলিং প্রোগ্রাম জ্বালানি সাশ্রয়ে নতুন চুলা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

রাজশাহী: ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ কর্মসূচির আওতায় ‘বিদ্যুৎ খাতে উদ্ভাবনী উদ্যোগ’ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হলো টেকসই জ্বালানি ও জ্বালানি সাশ্রয়ী স্কুলিং প্রোগ্রাম।

শনিবার (২১ এপ্রিল) রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দিনব্যাপী এ স্কুলিং প্রোগ্রামটি আয়োজন করে বিদ্যুৎ বিভাগের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)।

স্রেডার চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

এসময় জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য সিদ্দিক জোবায়ের ও সালিমা জাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের। অনুষ্ঠানের আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।  
    
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিদ্যুৎ খাতের সমন্বিত উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রধানমন্ত্রীর একটি অন্যতম উদ্যোগ।  

তারা বলেন, বিদ্যুতের যেন অপব্যবহার না হয়, সবারই এ মানসিকতা তৈরি করতে হবে। বিদ্যুৎ উৎপাদনে খরচ অনেক, তাই সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে। এতে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।  

এতে আরও বলা হয়, ২০২১ সালের মধ্যে ‘সবার জন্য বিদ্যুৎ’ লক্ষ্যকে সামনে রেখে বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার।

এছাড়াও জ্বালানি সাশ্রয়ে নতুন চুলা সম্পর্কে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।  

পরে জ্বালানি সাশ্রয়ে নবায়নযোগ্য জ্বালানি ও উন্নত চুলা বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত-বক্তৃতা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এসএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।