ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রতিবন্ধীদের কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান মেননের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
প্রতিবন্ধীদের কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান মেননের  অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্মসূচির আওতায় বেসরকারি খাতের বিনিয়োগকারীদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। 

তিনি বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। মূলধারার উন্নয়ন প্রক্রিয়ায় প্রতিবন্ধিতা ইস্যু অন্তর্ভুক্তকরণের অংশ হিসেবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা চালু করা হয়েছে।

তাছাড়া তাদের কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতের বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে।  

শনিবার (২১ এপ্রিল) দৃষ্টি-প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘যুক্তির আলোয় দেখি’ শীর্ষক অনুষ্ঠানে মেনন এসব কথা বলেন।  

‘অন্য দৃষ্টিতে আমার পৃথিবী’ স্লোগানে দেশে প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করেছে।  

সমাজকল্যাণ মন্ত্রী মেনন বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আর এসডিজির মূলকথাই হচ্ছে কাউকে বাদ রাখা যাবে না। সরকার তথ্য-প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নয়নে নানামুখী কাজ করছে। তাদের সম্পৃক্ত করার চেষ্টা চলছে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

উদ্বোধনী প্রতিযোগিতায় ‘সচেতনতাই পারে দৃষ্টি-প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে’ শীর্ষক বিতর্কে সরকারি দল ঢাকা বিশ্ববিদ্যালয় (অপরাজেয় বাংলা) ও বিরোধী দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অংশ নেয়।  

প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও ইডেন মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকরা অংশগ্রহণ করছেন।  

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইছ, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, ড. এস এম মোর্শেদ, মু. শাহ আলম চৌধুরী এবং ভিপস এর সাধারণ সম্পাদক নাজমা আরা বেগম পপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন-ন্যাশনাল ডিবেট ফেডারেশনের মহাসচিব মোস্তাফিজুর রহমান খান।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।