ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আমরা পরিবর্তন চাই শান্তির মধ্য দিয়ে: বনমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
আমরা পরিবর্তন চাই শান্তির মধ্য দিয়ে: বনমন্ত্রী বক্তব্য রাখছেন আনিসুল ইসলাম মাহমুদ।

ব্রাহ্মণবাড়িয়া: পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আমরা পরিবর্তন চাই শান্তির মধ্য দিয়ে। সেই পরিবর্তন সাংবিধানিকভাবে হতে পারে নির্বাচনের মাধ্যমে। আমরা সুন্দর এবং সকলের আস্থা এনে দিতে পারে এমন একটি নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চাই। কিন্তু সেই পরিবর্তনের অর্থ এই না যে দেশকে ধ্বংস করব, দেশের মানুষকে মারব। সেইরকম পরিবর্তন আমরা চাই না।

শনিবার (২১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা নির্বাচন করব।

কিন্তু কিভাবে করব সেটি পার্টির চেয়ারম্যান এবং প্রেসিডিয়াম সদস্যরা মিলে সিদ্ধান্ত নেবেন।

কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাজী মামুনুর রশীদ, সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ