ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পত্নীতলায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
পত্নীতলায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় নির্মাণাধীন ঈদগাহের মিনার ভেঙে গয়ের আলী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরতী (৪৫) নামে এক নারী শ্রমিক।

শনিবার (২১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। গয়ের আলী উপজেলার অর্জনপুর গ্রামের বাসিন্দা।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার সকালে উপজেলার ফোকন্দা দিঘীপাড়ার ঈদগাহে ৩৫/৪০ জন শ্রমিক দিয়ে মেরামতের কাজ চলছিল। হঠা‍ৎ ঈদগাহের মিনার ভেঙে নির্মাণ শ্রমিক গয়ের আলী ও আরতীর গায়ের ওপর পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা মিনারের নিচ থেকে আহত অবস্থায় আরতীকে বের করতে পারলেও ঘটনাস্থলেই গয়ের আলীর মৃত্যু হয়। আরতীকে সাপাহার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad