ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

রানি এলিজাবেথের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
রানি এলিজাবেথের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন শেখ হাসিনা

লন্ডন থেকে: ২৫তম কমনওয়েলথ সম্মেলনে অংশ নিতে লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাতে লন্ডনে বাকিংহাম প্যালেসে রানির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের একথা জানান।


 
প্রিন্স চার্লসের সঙ্গেও শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করেছেন বলে জানান তিনি।

পরে প্রধানমন্ত্রী কমনওয়েলথের অন্য সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে রানির দেওয়া নৈশভোজে যোগ দেন।

শুক্রবার (২০ এপ্রিল) সকাল থেকে লন্ডনের উইশোর ক্যাসের স্টেন্ট জর্জ হলে অন্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে রিট্রিট সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে ৫৩টি দেশের নেতাদের অংশগ্রহণে ২৫তম কমনওয়েলথ সম্মেলনের উদ্বোধন করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।