ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আলফাডাঙ্গায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
আলফাডাঙ্গায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকরা হলেন- বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আখালীপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে আলম (২৫) ও আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে শহিদুল (৩৫)।

শুক্রবার (২০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে পাচুড়িয়া ইউনিয়নের চাঁদড়া গ্রামের প্রদ্যুৎ কুমার সাহার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রদ্যুৎ সাহার বাড়িতে এক মাস আগে খনন করা একটি সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে প্রথমে একজন নিচে নামেন। তার সাড়া না পেয়ে অপর শ্রমিকও নিচে নামেন। পরে দুই শ্রমিকের কোনো সাড়া না পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই শ্রমিককে উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ মারনুশ মৃত ঘোষণা করেন।

ডা. মারনুশ কুমার বলেন, সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।