ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
জয়পুরহাটে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা শুরু ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা শুরু-ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: বাংলা নববর্ষ উপলক্ষে জয়পুরহাটে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোকাম্মেল হক।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাটের পুলিশ সুপার রশীদুল হাসান ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানী, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, জয়পুরহাট লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সভাপতি রাজা চৌধুরী, সিপিবি নেতা বদিউজ্জামান বদি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উৎপল কুমার মণ্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।