ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশাশুনিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
আশাশুনিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ঘোড়ার দৌড়-ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।

শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয় পিরোজপুর যজ্ঞ কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাতক্ষীরা, খুলনা ও যশোরের সাতটি ঘোড়া অংশ নেয়।

এতে সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়ার ‘বঙ্গবীর’ প্রথম, পাটকেলঘাটার ‘পাগলা ঘোড়া’ দ্বিতীয় ও খুলনার কয়রার ‘হারানো মানিক’ তৃতীয় স্থান অধিকার করে।

পরে খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন আশাশুনির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাফ্ফারা তাসনীন, মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মণ্ডল, মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।