ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাগুরায় কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
মাগুরায় কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ক্ষতি ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি-ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বসত বাড়িসহ বেশ কয়েকটি স্থাপনার ক্ষতি হয়েছে।

এর মধ্যে বেশি ক্ষতি হয়েছে সদর উপজেলার রাজাপুর, রাহাতপুর, গোওয়াল বাথান, রায়গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে। শিক্ষা প্রতিষ্ঠানসহ ক্ষতি হয়েছে বোরো ধানের।

শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে সরজমিনে রায়গ্রামে গিয়ে দেখা যায়, ঝড়ে বসত বাড়িসহ বিভিন্ন স্থাপনার টিনের চালা উড়ে গেছে। ফলে মানুষ, গরু, ছাগল, খোলা আকাশের নিচে বসবাস করছে।

মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান বাংলানিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করা হয়েছে।   জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের অর্থিক সহযোগিতাসহ ঘর মেরামতের উপকরণ দেওয়া হবে। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।