ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটার ৪ জেলের জরিমানা, ১০ লাখ চিংড়ি রেণু অবমুক্ত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
পাথরঘাটার ৪ জেলের জরিমানা, ১০ লাখ চিংড়ি রেণু অবমুক্ত ১০ লাখ চিংড়ির রেনুসহ ছয় জেলেকে আটক করে কোস্টগার্ড।

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদী থেকে চিংড়ি রেনু ধরার অপরাধে চার জেলেকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির এ জরিমানা করেন।  

ইউএনও মো. হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার (১৯ এপ্রিল) গভীর রাতে বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১০ লাখ চিংড়ির রেনুসহ ছয় জেলেকে আটক করে কোস্টগার্ড।

পরদিন সকালে তাদের মধ্যে মো. সিদ্দিক মাঝি (৩৮), নুর মোহাম্মদ (৩৭), বেল্লাল (২৮) ও মো. মমিনকে (২০) জরিমানা করা হয়। তাদের সবার বাড়ি চরফ্যাশন উপজেলার চরআইছা গ্রামে। বাকি দু’জনের বয়স কম হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।