ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ১৫ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
মাদারীপুরে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ১৫ সদস্য আটক আটক প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্যরা। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ১৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পলাশ মণ্ডল (৩৫), মনতোষ সরকার (৩২), আকরাম হোসেন (২৪), অপূর্ব হালদার (৩৫), বিনয় ভক্ত (২৭), অনাদী বিশ্বাস (২৭), শশাঙ্ক বৈদ্য (৩২), তানভীর আহমেদ (৩১), মৃদুল হালদার (৩০), আশিষ বালা (২৯), মৃত্যুঞ্জয় বালা (২৫), অলোক বালা (২০), সুরঞ্জন পান্ডে (৪২), মুকসুদুল আলম (৩৫) ও সন্তোষ হালদার (৪০)।

তাদের বাড়ি মাদারীপুর ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাঠককান্দি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পাশের বাসা থেকে আরো চারজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টার, ইলেক্ট্রিক ডিভাইস ও প্রশ্নপত্র জব্দ করা হয়। তারা ২০১৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। আটকদের মধ্যে অনেকেই সরকারি চাকুরিজীবী রয়েছেন।

এছাড়াও বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।