ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রাকচাপায় শিবগঞ্জ উপজেলা রিসোর্স কর্মকর্তা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
ট্রাকচাপায় শিবগঞ্জ উপজেলা রিসোর্স কর্মকর্তা নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি এলাকায় ট্রাকের চাপায় শিবগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম নিহত হয়েছেন।

নিহত মনিরুল ইসলাম রাজশাহীর টিকাপাড়ার বাসিন্দা।  

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শ্রী কাঞ্চন কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ যাচ্ছিলেন মনিরুল।

রানিহাটি এলাকায় পৌঁছালে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা পেঁয়াজ ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করে শিবগঞ্জ থানা পুলিশ।  

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম জানান, সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। চালক ও তার সহকারীকে আটক করতে অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।