ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

৬ দিনেও ঘটনাস্থলে যায়নি জাহাজ কর্তৃপক্ষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
৬ দিনেও ঘটনাস্থলে যায়নি জাহাজ কর্তৃপক্ষ ডুবে যাওয়া কয়লাবোঝাই জাহাজ

বাগেরহাট: সুন্দরবনের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া পয়েন্টে ডুবে যাওয়‍া কয়লাবোঝাই জাহাজের উদ্ধার কাজ ছয় দিন পার হলেও শুরু হয়নি।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) পর্যন্ত ঘটনাস্থলে যায়নি জাহাজ কর্তৃপক্ষ। প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ রেখেছে জাহাজের উদ্ধার কাজ।

এদিকে প্রতিদিন দু’বার জোয়ারের পানি জাহাজের ওপর দিয়ে অতিবাহিত হওয়ায় জাহাজের ওপর পলি পড়ছে। এতে জাহাজটি উদ্ধার কাজ শুরু করতে যতো দেরি হবে, ততোই অসুবিধায় পড়তে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিন কবির ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বাংলানিউজকে জানান, জাহাজ ডুবির ছয়দিন পার হলেও এমভি বিলাসকে উদ্ধারের জন্য মালিকপক্ষের কেউ এখনও ঘটনাস্থলে আসেননি। তবে মোবাইল ফোনে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে শাহারা এন্টারপ্রাইজের কর্তাব্যক্তিরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহামুদুল হাসান বাংলানিউজকে বলেন, বুধবার (১৮ এপ্রিল) ডুবে যাওয়া কার্গোর প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে বিআইডাব্লিউটিএ খুলনা-এর কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত বিআইডাব্লিউটিএ-এর কাছ থেকে কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে বলেন, জাহাজ কর্তৃপক্ষ ও সুন্দরবন পূর্ব বন বিভাগের করা তিনটি সাধারণ ডায়েরির তদন্ত শুরু করেছি। তবে উল্লেখযোগ্য কোনো তথ্য এখনও আমরা পাইনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) আব্দুল বাতেন মিয়া বাংলানিউজকে জানান, মোংলা বন্দরের প্রতিনিধি দল নিয়মিত ঘটনাস্থল পরিদর্শন করছে। এখন পর্যন্ত মালিকপক্ষ উদ্ধার কাজ শুরু করেনি। ১৫ এপ্রিল বন্দর কর্তৃপক্ষ জাহাজ মালিককে জাহাজটি উদ্ধারের জন্য ১৫ দিনের সময় বেঁধে দিয়ে চিঠি দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজটি উঠাতে ব্যর্থ হলে বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানান এ কর্মকর্তা।

রোববার (১৪ এপ্রিল) ভোরে মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় ৭৭৫ মেট্রিকটন কয়লা নিয়ে এমভি বিলাস নামে একটি জাহাজ ডুবে যায়। এ সময় জাহাজে থাকা নাবিকসহ ১০ কর্মকর্তা-কর্মচারী সাঁতরে উপরে উঠতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।