ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ২ ফার্মেসি মালিকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
কিশোরগঞ্জে ২ ফার্মেসি মালিকের কারাদণ্ড জব্দকৃত মাদক ও যৌন উত্তেজক ওষুধ।

কিশোরগঞ্জ: মাদক ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি করার অপরাধে কিশোরগঞ্জে ২ ফার্মেসি মালিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের গাইটাল এলাকার সুমাইয়া মেডিকেল হলের মালিক মো. জিয়াউর রহমান ও একই এলাকার আল ফালাহ মেডিকেল হলের মালিক মো. রাসেল মিয়া।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ বাংলানিউজকে বলেন, মাদক ও যৌন উত্তেজক ওষুধ বিক্রয় করা হচ্ছিল ফার্মেসিগুলোতে। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।