ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে ২২ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
কুড়িগ্রামে ২২ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী কুড়িগ্রামের ২২ বিজিবি ব্যাটেলিয়নের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হচ্ছে। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও প্রীতিভোজের মধ্যদিয়ে পালিত হলো কুড়িগ্রামের ২২ বিজিবি ব্যাটেলিয়নের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে বিজিবি কুড়িগ্রাম সদর দফতরের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিওন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম (বিএসপি-এনডিসি-পিএসসি)।

কুড়িগ্রামের ২২ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার পিবিজিএম’র সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়ের পর আমন্ত্রিত অতিথিদের জন্য কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এফইএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।