ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা  রাজধানীতে বৃষ্টি-ছবি-সুমন শেখ

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকেই মেঘলা ভাব ছিলো। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন এল‍াকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তাপমাত্রা কমে নগরবাসী রয়েছেন স্বস্তিতে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগে থেকেই দেওয়া হয়েছিলো। এছাড়া সকালে জলীয়বাষ্পের পরিমাণ ছিলো ৮১ শতাংশ এবং সন্ধ্যায় তা দাঁড়াবে ২১ শতাংশে।

এছাড়া রাজধানীতে বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ও সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস।
 
রাজধানীর বিভিন্ন এল‍াকা থেকে বৃষ্টির পর নগরবাসীর স্বস্তির কথা জানিয়েছেন বাংলানিউজের রিপোর্টাররা।
 
স্টাফ ফটো করেসপন্ডেন্ট সুমন শেখ জানান, রাজধানীর প্রগতি সরণি, বিশ্বরোড এলাকায় হঠাৎ করেই আকাশে কালো মেঘ জমে। এর কিছুক্ষণ পরেই মুষলধারায় বৃষ্টি নামে। তবে মিনিট দশেক বৃষ্টি হয়েই থেমে যায়। এতে পথচারীদের বেশিক্ষণ আটকে থাকতে হয়নি। বরং বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস নিয়ে আগের থেকে কিছুটা ঠাণ্ডা পরিবেশে আবারও যাত্রা শুরু করেন সবাই।
 
বাড্ডা এলাকা থেকে স্পেশাল করেসপন্ডেন্ট মহসিন হোসেন জানান, বাড্ডা এলাকায় কালো ঘন মেঘ লক্ষ করা গেলেও বৃষ্টি হয়নি। তবে পরিবেশ ঠাণ্ডা হয়ে গেছে।
 
এছাড়া বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট ইসমাইল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট মনি আচার্য্য ও সিনিয়র ফটো করেসপন্ডেন্ট মুজিবুর রহমান জানান, ধানমন্ডি, নিউমার্কেট, পল্টন, শাহবাগ, প্রেসক্লাব, পুরান ঢাকা এলাকায় বৃষ্টি হয়নি। তবে তাপমাত্রা আগের চেয়ে কিছুটা কম।

আবার মিরপুর এলাকাতেও অল্প সময়ের জন্য হলেও বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এমএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।