ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বগুড়ায় দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
বগুড়ায় দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো শিশুর

বগুড়া: বগুড়ায় ব্যাটারিচালিত দুই অটোরিকশার সংঘর্ষে সুরা ই-য়া তাসনীম প্রাপ্তি নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

প্রাপ্তি শহরের কামারগাড়ী এলাকার বাসিন্দা। জলেশ্বরীতলা ইউনিয়ন পাবলিক স্কুলের প্রভাতি শিফটের প্রথম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে বগুড়া শহরের সরকারি আজিজুল হক কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত অটোরিকশাযোগে প্রাপ্তিকে সঙ্গে নিয়ে তার মা সাবিহা শহরের তিন মাথার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাথায় আঘাত পেয়ে শিশু প্রাপ্তি প্রাণ হারায়।

দুপুরে শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মন্ডল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।