ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের কৃষক মিলন হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের মনছের আলী ও রবিউল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৬ জানুয়ারি রাতে পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মিলনকে প্রতিপক্ষরা বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ির পাশের একটি মাঠ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৯ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে রবিউল ও মনছেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন বিচারক। দণ্ডিত আসামির মধ্যে রবিউল পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad