ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
বড়াইগ্রামে মাদক বিক্রেতার কারাদণ্ড

নাটোর: নাটোরের বড়াইগ্রামে রাব্বেল খন্দকার (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আদনান চৌধুরী এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত রাব্বেল খন্দকার বড়াইগ্রাম উপজেলার গোপালপুর খন্দকারপাড়া গ্রামের মৃত গোলজান হোসেন খন্দকারের ছেলে।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর ইন্সপেক্টর (পরিদর্শক) মো. আলমঙ্গীর পাশা বাংলানিউজকে জানান, রাব্বেল একজন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৪৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক মাদক সংরক্ষণের দায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।