ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে বিষপানে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
গোদাগাড়ীতে বিষপানে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আবুল কাশেম (৫৫) নামে এক ব্যক্তিকে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ এপ্রিল) দুপুরে কাশেমের মরদেহটি উদ্ধার করে পুলিশ। কাশেমের বাড়ি উপজেলার মোহনপুর ইউনিয়নের ধোপাপাড়া গ্রামে।

গোদাগাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে বাড়িতে একা ছিলেন কাশেম। বুধবার সকালে স্থানীয়রা তাকে বাড়িতে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় তারা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে মরদেহটি হেফাজতে নেয় পুলিশ।

তিনি আরো বলেন, জমি নিয়ে কাশেমের সঙ্গে তার ভাইদের বিরোধ ছিল। এ কারণে বাড়িতে একা পেয়ে তাকে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে বলে তার পরিবার ও গ্রামবাসীর অভিযোগ।

কাশেমের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এসএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad