ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারি তহবিলের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
সরকারি তহবিলের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার নির্দেশ

ঢাকা: ঋণ ও আমানতের সুদ হার কমাতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত অর্থের ৫০ শতাংশ বেসরকারি খাতের ব্যাংকগুলোতে রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা জারি হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (১৭ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রাপ্ত অর্থ এবং সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত সংস্থার নিজস্ব তহবিলের অর্থের ৫০ শতাংশ এখন থেকে বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রাখা যাবে।

 

চলতি বছরের ২ এপ্রিল অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করেছে। অবিলম্বে তা কার্যকর হবে।
 
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।