ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় বিসিকের ফ্যাক্টরিতে আগুন লেগে কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
পাবনায় বিসিকের ফ্যাক্টরিতে আগুন লেগে কোটি টাকার ক্ষতি আগুনের ধ্বংসাবশেষ। ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীর ৩নং গেটের উদয় ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরিতে আগুন লেগে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

বুধবার (১৮ এপ্রিল) সকালে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড হয়েছে বলে জানা গেছে।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কেএম সাইদুল বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমাদের কয়েকটি দল দফায় দফায় ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

উদয় ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরির ভারপ্রাপ্ত পরিচালক এমদাদুল ইসলাম মুকুল বাংলানিউজকে বলেন, এ দুর্ঘটনায় ফ্যাক্টরির ব্যাপক ক্ষতি হয়েছে। ফ্যাক্টরির কাঁচা ও উৎপাদিত মালামালসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে প্রায় এক কোটি ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।