ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিসিক-পুলিশ যৌথ অভিযানে অপরাধের আস্তানা উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
সিসিক-পুলিশ যৌথ অভিযানে অপরাধের আস্তানা উচ্ছেদ সিলেট সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

সিলেট: এবার নগরের প্রবেশদ্বার ক্বীন ব্রিজের নিচে অপরাধ আস্তানায় হানা দিয়েছেন সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। নগরের সন্ধ্যাবাজারে অভিযানের পর এবার জনসম্মুখে থাকা অপরাধের আস্তানা গুড়িয়ে দিলো মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বাধীন অভিযানিক দল।

বুধবার (১৮ এপ্রিল) বিকেলে আকস্মিক এ অভিযানে এক নারীসহ তিন জনকে আটক করা হয়। এসময় গুড়িয়ে দেওয়া হয় অপরাধ কর্মকাণ্ডের বেশ কয়েকটি আস্তানা।

সিসিক সূত্র জানায়, সিটি করপোরেশনের মালিকানাধীন ক্বীন ব্রিজের নিচ, আলী আমজদের ঘড়ি ঘরের আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে ভাসমান কিছু লোক চুরি, ছিনতাই, মদ জোয়া, অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।  

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মেয়র আরিফুল হক চৌধুরী কোতোয়ালি থানার একদল পুলিশ নিয়ে অভিযানে নামেন। অভিযানে এক নারীসহ তিন জনকে আটক করলেও বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় ওষুধ, জুয়া ও মাদক সামগ্রী উদ্ধার করা হয়।

আটকরা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ গ্রামের মৃত সুজিতের মেয়ে টুনি বেগম (২৩), মৌলভীবাজার জেলার মিরপুর এলাকার গনি মিয়ার ছেলে লিটন মিয়া (১৯) ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মোহনপুর গ্রামের মো. শাহনুর মিয়ার ছেলে সিয়াম আহমদ (২০)।

কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার (এসআই) ফয়েজ আহমদ ফায়েজ বিষয়টি নিশ্চিত বাংলানিউজকে বলেন, আটক এক নারী ও দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad