ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জলকেলি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জলকেলি মারমা সম্প্রদায়ের জলকেলি। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামটি: ‘সাংগ্রাঁইং মা ঞি ঞি ঞা ঞা রি, কাজাই গাই পামে ও ঞিং ওকো রো ও এম্রে ম্রিই রোগাই লাগাই চুও প্য গাই মেলে’ মারমা এ গানের অর্থ দাঁড়ায়- ‘এসো এসো সাংগ্রাঁইতে এক সঙ্গে মিলে মিশে জলকেলিতে আনন্দ করি’।

বুধবার (১৮ এপ্রিল) দুপুরে রাঙামাটি শহরের আসামবস্তির নারকেল বাগান এলাকায় মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) আয়োজনে সাংগ্রাই জল উৎসবে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণী এবং শিশু-কিশোররা তাদের ঐতিহ্যর পোশাক পড়ে মারমা গানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয়।

মারমা সম্প্রদায় এ জল উৎসব পালন করার মূল অর্থ হলো- এক অপরের প্রতি পানি ছিটিয়ে পুরাতন বছরের সব দুঃখ, কষ্ট, গ্লানি, ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে বরণ করা।

সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারকেল বাগান এলাকায় অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি ব্রিগেড কমান্ডার গোলাম ফারুক, ডিজিএফআই কমান্ডার কর্নেল সামসুল আলম, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামনুর রশীদ, রাঙামাটি সদর জোন কমান্ডার কর্নেল রিদওয়ানুল প্রমুখ।

জলকেলি উৎসব ছাড়াও তরণ-তরুণীরা মারমা ভাষায় নাচ-গানে আসা অতিথিদের মুগ্ধ করে তোলেন।

বিকেলে আড়ম্বর অনুষ্ঠানের মধ্যে এ অনুষ্ঠান শেষ হবে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবীর।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।