ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বুড়িগঙ্গা থেকে ১২শ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
বুড়িগঙ্গা থেকে ১২শ কেজি জাটকা জব্দ ১২শ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড/ছবি:বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বুড়িগঙ্গা নদীর কাটপট্টি এলাকায় অভিযান চালিয়ে ‘এমভি রাসেল-৫’ যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ১২শ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড পাগলা স্টেশনের সদস্যরা।

বুধবার (১৮ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্ট গার্ড।  

এতে বলা হয়েছে, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাটকাগুলো আটক করা হয়।

তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকরা জাটকার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

নারায়ণগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী মোজাম্মেল হকের কাছে জাটকাগুলো হস্তান্তর করা হয়। পরে জাটকাসমূহ ১৪টি মাদ্রাসা, এতিমখানা এবং স্থানীয় গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।  

কোস্ট গার্ড পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শেখ মাহমুদ হাসান জানান, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জাটকা নিধন প্রতিরোধ নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।