ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেলায় গেলেন উচ্ছ্বসিত ফুলবর, ফিরলো নিথর দেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
মেলায় গেলেন উচ্ছ্বসিত ফুলবর, ফিরলো নিথর দেহ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈশাখী মেলা থেকে জীবিত বাড়ি ফেরা হলো না তিন সন্তানের জনক ফুলবর রহমানের (৪০)।

বুধবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আনন্দ বাজারের পার্শ্ববর্তী লুছনী গ্রামের লাগোয়া পাগলাকুড়া নদীর পাড় থেকে ফুলবরের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মুড়িয়া ব্যাপারীটারী গ্রামে চার দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন চলছিল।

মেলায় মঙ্গলবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে সঙ্গীতানুষ্ঠান আয়োজন ছিল । রাতে সেই আয়োজন উপভোগ করে গ্রামের অন্যদের সঙ্গে ড্রামের ভেলায় পাগলাকুড়া নদী পাড়ি দেওয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হন ফুলবর। রাতভর অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে ওই নদীতে তার মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে স্থানীয়রা।

নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য ও নিহতের চাচা নজরুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।