ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
কালীগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে ছাই পুড়ে যাওয়া কাপড়ের দোকান

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে আট দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

মঙ্গলবার (১৭ এপ্রিল ) দিনগত গভীর রাতে কালীগঞ্জ উপজেলা সদরের বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- কাপড়ের দোকান মালিক মাধব চন্দ্র রায়, টেইলার্স দোকান মালিক রবিউল ইসলাম, জুতার দোকানদার মনিরুজ্জামান মনির, কসমেটিক ব্যবসায়ী এরশাদ হোসেন,  বই বিক্রেতা জনি মিয়া,  ইলেক্ট্রিক দোকান মালিক বিপ্লব মিয়া ও মুছা মিয়া, হার্ডওয়্যার দোকান মালিক সাদেকুল ইসলাম।

কালীগঞ্জ ফায়ার স্টেশনের দ্বায়িত্বরত লিডার আব্দুর রহমান প্রধান বাংলানিউজকে জানান, কালীগঞ্জ বাজারের ওরিয়েন্ট টেইলার্সে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই তা পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের পুরো টিম এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে ওই বাজারের আটটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের স‍ূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।