ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় রাষ্ট্রায়ত্ত আট পাটকলে চলছে ২৪ ঘণ্টার ধর্মঘট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
খুলনায় রাষ্ট্রায়ত্ত আট পাটকলে চলছে ২৪ ঘণ্টার ধর্মঘট খুলনার আট পাটকলে চলছে শ্রমিকদের ২৪ ঘণ্টার ধর্মঘট। ছবি: বাংলানিউজ

খুলনা: মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত আট পাটকলে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। বুধবার (১৮ এপ্রিল) ভোর ৬টা এ কর্মসূচি পালন করেন তারা। 

মজুরি কমিশন বাস্তবায়ন, সাপ্তাহিক বকেয়া মজুরি, বদলি শ্রমিক স্থায়ীকরণসহ ১১ দফা দাবিতে খুলনার খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম জুবিলী, খালিশপুর জুট মিল, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার ইস্টার্ন ও আলিম, নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং ও জেজেআই জুট মিলে এ ধর্মঘট চলছে।  

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে।

 

কর্মসূচি শুরুর দিকে সকালে প্লাটিনাম কলোনি এলাকায় এক সমাবেশের আয়োজন করেন শ্রমিক নেতারা। সেখানে অন্যান্য পাটকলের শ্রমিকরাও উপস্থিত ছিলেন।

এ সময় অবিলম্বে শ্রমিক-কর্মচারীদের ১১ দফা বাস্তবায়নে উদ্যোগ নিতে দাবি জানানো হয়।  

শ্রমিক নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত পরিষদ ঘোষিত কর্মসূচি চলবে।  

গত বেশ ক’দিন ধরে দাবি-ধাওয়া নিয়ে আন্দোলন করছেন খুলনার বিভিন্ন পাটকলের শ্রমিকরা।  

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এমআরএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।