ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢামেকে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন বাবা

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
ঢামেকে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন বাবা ব্যানার গলায় ঝুলিয়ে সন্তানের খোঁজে বাবা

ঢাকা: চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে হারিয়ে যাওয়া সন্তানকে রাজধানীর বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছেন এক বাবা। ঘুরে ঘুরে সাউন্ড বক্স বাজিয়ে হারানো সন্তানকে খুঁজছেন তিনি।

 

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগের সামনে সাউন্ড বক্স বাজিয়ে ও সন্তানের ছবি দিয়ে ছোট একটি ব্যানার গলায় ঝুলিয়ে হারিয়ে যাওয়া সন্তানের খোঁজ করেছেন আনসার আলী নামের ৬০ বছরের এ বৃদ্ধ।

বাংলানিউজের সঙ্গে কথা হলে তিনি জানান, দুই ছেলের মধ্যে বড় ছেলে লিটন মিয়া মানসিক সমস্যার কারণে গত মাসের শেষের দিকে ঢামেকে ভর্তি করা হয়।

তিনি জানান, হাসপাতালে ভর্তির পর থেকে সন্তানের দেখাশুনা করতেন তিনি নিজেই। এসময় তারা ঢামেকের ৩১৪ নম্বর ওয়ার্ডেরর ১ নম্বর বেডে অবস্থান করছিলেন। চলিত মাসের ৮ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে ঘুম থেকে উঠে আনসার আলী দেখেন, তার পাশে লিটন নেই। এসময় অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরের দিন শাহবাগ থানায় নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর প্রতিদিন সাউন্ড বক্স বাজিয়ে ও ব্যানার গলায় ঝুলিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন তিনি।

রংপুর সদর উপজেলার আরাজি তামপাট গ্রামের বাসিন্দা আনসার আলী বাংলানিউজকে বলেন, কোথাও সন্ধান না পেয়ে হারিয়ে যাওয়া স্থানে এসে খুঁজতে শুরু করেছি ছেলেকে। কবে পাবো তা জানিনা।

এ ব্যাপারে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ উদ্দিন বাংলানিউজকে জানান, হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় হারিয়ে যাওয়া নিখোঁজের একটি জিডি করেন লিটনের বাবা। পুলিশও তাকে খুঁজে বের করার কাজ অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এজেডএস/এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।