ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

মুন্সীগঞ্জ: ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

বুধবার (১৮ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।  

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, রাত সোয়া ১২টা থেকে ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির কারণে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

নৌরুটে দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তায় ঘাট এলাকায় ফেরিগুলো অবস্থান করছে। ঘাট এলাকায় বর্তমানে এক শতাধিক পণ্যবাহী ট্রাক, বাস ও প্রাইভেটকার অবস্থান করছে। আবহাওয়া ফেরি চলাচলের উপযোগী হলে ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি।  

ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির কারণে মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে শিমুলিয়া ঘাটগামী ছোট ফেরি ফরিদপুর লৌহজং টার্নিং পয়েন্টে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে। পরে সন্ধ্যায় ৩৯১ নম্বর আইটি উদ্ধারকারী টাগবোট জাহাজ উদ্ধার করে।  

বাংলাদেশ সময় ০১০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮ 
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।