ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি 

ঢাকা: দুপুরের বৃষ্টির পর মঙ্গলবার রাতে আবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হানা দিয়েছে বৃষ্টি।  

মঙ্গলবার (১৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টায় রাজধানীতে শুরু হয় মুশলধারে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে থেমে থেমে বইছে দমকা হাওয়া।

এ সময় দেশের অন্যান্য জেলা থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে।  

মঙ্গলবার সকাল ১১টার পর রাজধানীতে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি হয় প্রায় দুই ঘণ্টা। দুপুর ১টার পর রোদের দেখা মেলে। এদিন সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে আর মেঘ দেখা যায়নি। এভাবেই ছিল রাত ১০টা পর্যন্ত।  

রাত ১১টার পর আবার মেঘ জমতে শুরু করে রাজধানীর আকাশে। সাড়ে ১১টায় হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় মুশলধারে বৃষ্টি। বজ্রপাতের শব্দও ভেসে আসে কানে।  

রাত ১২টায় আবহাওয়াবিদ আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, রাজধানীতে রাত সাড়ে ১১টার পর বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আরও এক ঘণ্টা স্থায়ী হওয়ার পর ঢাকার আকাশ পরিস্কার হবে। তখন বৃষ্টি থেমে যেতে পারে।  

তিনি আরও বলেন, রাতে দেশের অন্যান্য জেলায়ও একই সঙ্গে বৃষ্টি হচ্ছে। এরমধ্যে বরগুনা, বাগেরহাট, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, রাজশাহীতে বৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এমএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।