ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
গাজীপুরে পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা আটক

গাজীপুর: গাজীপুরের পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করতে আসা ছনুয়ারা (১৮) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে তাকে আটক করা হয়। আটক ছনুয়ারা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পাসপোর্ট করতে এখানে আসেন।

ছনুয়ারার বাবার নাম সকিল আহমেদ।  

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক রোহিঙ্গা নারী ছনুয়ারা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পাসপোর্ট করতে গাজীপুরে পাসপোর্ট অফিসে এসে পাসপোর্টের জন্য আবেদন করেন। পাসপোর্টের আবেদনে গাজীপুরের কাপাসিয়ার ঠিকানা ব্যবহার করেন ওই নারী। একপর্যায়ে তার কথাবার্তা শুনে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে ছনুয়ারাকে আটক করা হয়েছে। তাকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
আরএস/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।