ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় ২৩ এপ্রিল স্মার্টকার্ড বিতরণ শুরু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
পাথরঘাটায় ২৩ এপ্রিল স্মার্টকার্ড বিতরণ শুরু

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে ২৩ এপ্রিল (সোমবার)।

পাথরঘাটা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। এ উপলক্ষে ২২ এপ্রিল (রোববার) স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন হবে।

এদিন বরগুনা জেলা নির্বাচন অফিসার মো. জিয়াউর রহমানের সেখানে থাকার কথা রয়েছে।
    
পাথরঘাটা উপজেলা নির্বাচন অফিসার মো. আইউব আলী হাওলাদার বাংলানিউজকে বলেন, পাথরঘাটা উপজেলায় ১ লাখ ২০ হাজার ৮১৮ ভোটারের মধ্যে ১ লাখ ১৪ হাজার ২৮৮ জন ভোটারের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। যা ২৩ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক নির্ধারিত কেন্দ্রে ভোটারদের মধ্যে বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, বাকী কার্ডগুলো আসা মাত্রই আমরা সঠিকভাবে বিতরণ করবো।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।