ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে কালবৈশাখী ঝড়ে লঞ্চঘাট বিধ্বস্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
ঝালকাঠিতে কালবৈশাখী ঝড়ে লঞ্চঘাট বিধ্বস্ত বিধ্বস্ত লঞ্চঘাট-ছবি-বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠিতে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়েছে জেলার লঞ্চঘাট। ডুবে গেছে প্রায় ২০টির মতো দোকানঘর।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে মাত্র ৫ মিনিটের ঝড়ের তাণ্ডবে এ ক্ষতি হয়। এছাড়া জেলার কাচা-আধা পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড বেগে ঝড় শুরু হলে পন্টুনের সঙ্গে বাঁধা সুন্দরবন-১২ লঞ্চটির দড়ি ছিঁড়ে নদীর ওপারে ভেসে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

সুন্দরবন-১২ লঞ্চের মাস্টার জামাল হোসেন বলেন, প্রচণ্ড ঝড়ো হাওয়ায় পন্টুনের শিকল ছিঁড়ে লঞ্চ নদীতে ভেসে যায়। আমি লঞ্চটি পন্টুনসহ নিয়ন্ত্রণে রেখে নদীর ওপারে নিয়ে যাই। ঘাটের গ্যাংওয়ে নদীতে ডুবে গেছে। আমাদের দু’টি টিকিট বুকিং কাউন্টার ক্ষতিগ্রস্ত  হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা ঝড়ে বিধ্বস্ত লঞ্চঘাটটি পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।