ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাগুরায় ভুয়া প্রশ্ন বিক্রির অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
মাগুরায় ভুয়া প্রশ্ন বিক্রির অভিযোগে যুবক আটক

মাগুরা: সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এইচএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে ইমরান চোপদার (২১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে মাগুরা শহরের নীজনান্দুয়ালী থেকে  তাকে আটক করা হয়। আটক ইমরান ওই এলাকার বাচ্চু চোপদারের ছেলে।

বিকেলে র‌্যাব-৬ যশোর অফিসে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে ইমরান চোপদার নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রির চেষ্টা চালাচ্ছে। এ খবরের ভিত্তিতে র‌্যাব-৬ এর যশোর ক্যাম্প কমান্ডার মেজর মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল শহরের নীজনান্দুয়ালী এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে আটক করে।

এ সময় তার কাছে থাকা ল্যাপটপ ও মোবাইলে এইচএসসির ভুয়া প্রশ্নপত্র পাওয়া যায়। যা সে বিভিন্ন মাধ্যমে বিক্রির চেষ্টা চালাচ্ছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।