ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুধকুমারের ভাঙন ঠেকাতে প্রতিরক্ষা কাজ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
দুধকুমারের ভাঙন ঠেকাতে প্রতিরক্ষা কাজ শুরু ভাঙন ঠেকাতে প্রতিরক্ষা কাজের উদ্বোধন-ছবি-বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামে দুধকুমার নদীর ভাঙন থেকে সোনাহাট স্থলবন্দর সড়ক রক্ষায় অস্থায়ী প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে ভুরুঙ্গামারী উপজেলায় ভাঙন প্রতিরোধে প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী।  

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন প্রমুখ।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, বাঁশের পাইলিং এবং জিওব্যাগ দিয়ে অস্থায়ী ভিত্তিতে বর্ষা মৌসুম শুরুর আগেই এই ভাঙন প্রতিরোধের কাজ সম্পন্ন করা হবে।  

এতে করে আগামী বর্ষা মৌসুমে দুধকুমারের হাত থেকে সোনাহাট স্থলবন্দর সড়ক ও বঙ্গবন্ধু কলেজসহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা ভাঙন থেকে রক্ষা পাবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এফইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।