ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে ৪২ লাখ টাকার স্বর্ণ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
বেনাপোল সীমান্তে ৪২ লাখ টাকার স্বর্ণ জব্দ জব্দ হওয়া স্বর্ণের বার

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারেরর সময় পরিতাক্ত অবস্থায় ৯টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা বলে জানা যায়।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের খলসী বাজারের দক্ষিণ পাশের বটতলা নামক স্থান থেকে এ স্বর্ণের বারগুলো জব্দ হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তারিকুল হাকিম বাংলানিউজকে বলেন, বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালায়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।

পরে ওই প্যাকেট খুলে এক কেজি ওজনের ৯টি স্বর্ণেরবার পাওয়া যায়। জব্দ হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা বলেও জানায় বিজিবি’র এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এজেডএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad