ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
ময়মনসিংহে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক  আটক আতিকুল

ময়মনসিংহ: ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নামে অর্থ আদায়কারী প্রতারক চক্রের সদস্য মো. আতিকুল ইসলাম সৈকতকে (২৩) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) সদস্যরা। 

আটক আতিক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার বাজারপাড়া এলাকার আইয়ুব আলী মজুমদারের ছেলে। মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে র‌্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিক প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী বর্মণপাড়ায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের এ সদস্যকে আটক করা হয়।  

এ সময় তার কাছ থেকে বিভিন্ন ফোন অপারেটরের ১২টি সিমকার্ড ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়। র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাফিজুল ইসলাম বাবু এ অভিযানের নেতৃত্ব দেন।  

পরে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।