ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে কালবৈশাখী ঝড়ে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
বরিশালে কালবৈশাখী ঝড়ে নিহত ১ কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে গেছে-ছবি-বাংলানিউজ

ব‌রিশাল: বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠিতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে বিভিন্ন এলাকা। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় গাছ চাপা পড়ে বরিশালের মুলাদীতে এক নারীর মৃত্যু হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিছুর রহমান জানান, বেলা ১টার পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিলো। কিছুটা বৃষ্টিও হয়েছে।

তবে বরিশালে বেলা ২টা ২৫ মিনিটে কালবৈশাখী ঝড় শুরু হয়।  

জানা গেছে, ঝড়ের সময় গোয়ালে গরু বাঁধতে গিয়ে মুলাদীর সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের রশিদা বেগম (৩১) নামে এক গৃহবধূ গাছচাপায় মারা গেছেন। তিনি ওই গ্রামের জালাল মজুমদারের স্ত্রী বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন চেয়ারম্যান মো. আবু মুসা।

বাকেরগঞ্জ, মুলাদী ও বরিশাল সদর উপজেলাসহ জেলার বেশ কিছু এলাকায় প্রচণ্ড বাতাসে গাছপালা উপড়ে গেছে। বিলবোর্ড, সাইনবোর্ডসহ বসতঘরের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে।  

এদিকে ঝালকাঠিতে বেলা ১টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় জেলার নলছিটি উপজেলাসহ বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড বাতাসে ঝালকাঠি লঞ্চঘাটের পন্টুন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পটুয়াখালী জেলার বাউফলের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুপুর ১টা ২০ মিনিটের সময় হাঠাৎ এই কালবৈশাখী ঝড় শুরু হয়। ২৫ মিনিট স্থায়ী এই ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক লাইটপোস্ট, গাছপালা, কাচা ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এছাড়া কালাইয়া, বাউফল, বগা, দুমকি সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ ভেঙে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।