ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় নৌযান চলাচল শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় নৌযান চলাচল শুরু লঞ্চ চলাচল শুরু। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল পৌনে ৩টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চসহ সব নৌযান চলাচল শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুর ১টা থেকে লঞ্চ, স্পিডবোট ও দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

তবে আবহাওয়া ফের বৈরী হয়ে উঠলে বন্ধ রাখা হবে নৌযান চলাচল।

এমনটাই জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র টার্মিনাল পরিদর্শক এ বি এস মাহমুদ।

তিনি বলেন, ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে দুপুর ১টা থেকে বন্ধ ছিল লঞ্চ চলাচল। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে বিকেল পৌনে ৩টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। আকাশে মেঘলাভাব বিরাজ করছে। ঝড়-বৃষ্টি শুরু হলে লঞ্চ চলাচল তাৎক্ষণিক বন্ধ রাখা হবে।

এদিকে আবহাওয়া স্বাভাবিক হলে কাঁঠালবাড়ী ঘাটে পরিবহন নিয়ে লোড করে থাকা ফেরিগুলো শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

** কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।