ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলেজছাত্র রাজীবের হত্যাকারীদের ফাঁসির দাবি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
কলেজছাত্র রাজীবের হত্যাকারীদের ফাঁসির দাবি  রাজীবের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি-ছবি-বাংলানিউজ

ঢাকা: রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজীবের প্রাণ হারানোর ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ উল্লেখ করে ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রাজীবের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।

যাত্রী অধিকার অন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল বলেন, রাজধানীর গণপরিবহনগুলোর চালকরা এতটাই বেপরোয়া হয়েছে যে মানুষের প্রাণ এখন তাদের কাছে কিছুই না।

রাজধানীর পরিবহনগুলো সন্ত্রাসের চেয়েও বড় সন্ত্রাস হয়ে দাঁড়িয়েছে।

সড়কে দুর্ঘটনায় মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের দাবি জানিয়ে সংগঠনটি যেখানে-সেখানে যাত্রী ওঠা-নামা বন্ধ, শিক্ষার্থীদের হাফ ভাড়া এবং দূরপাল্লার পরিবহনে শিক্ষার্থীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার দাবি জানায়।  

নামে-বেনামে চালু হওয়া সিটিং সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা, অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তির ব্যবস্থা রাখার দাবিও জানান তারা।  

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুক ইসলাম, মুখপাত্র মাহমুদুল হাসান শাকুরী, সদস্য মাইন উদ্দিন আরিফ, মনিরুল ইসলাম, মাহফুজ হাসান, এস এম সজীব, বান্না, রাকীব, এনামুল হক, হুমায়ন, আবির, শোয়েব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ