ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

টেকনাফে ৯ হাজার ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
টেকনাফে ৯ হাজার ইয়াবাসহ যুবক আটক ইয়াবাসহ আটক সুলতান মাহমুদ/ ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে  ৯ হাজার ইয়াবাসহ সুলতান মাহমুদকে (২৯) নামে এক যুবককে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

মঙ্গলবার (১৭ এপ্রিল) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকা থেকে তাকে আটক করা হয়।  

সুলতান টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লম্বরী পাড়ার ছৈয়দুল ইসলামের ছেলে।

 

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সোমেন মন্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি পিকআপ ভ্যানে ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২) সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় তল্লাশি চালিয়ে ৯ হাজার ইয়াব ট্যাবলেটসহ সুলতানকে আটক করা হয়।  

এ ঘটনায় কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর টেকনাফ সার্কেল উপ- পরিদর্শক মো. নাসির উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা করেছেন বলেও জানান সহকারী পরিচালক সোমেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
টিটি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।