ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খানসামায় আগুনে পুড়লো ২১ গবাদিপশু, ৯ ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
খানসামায় আগুনে পুড়লো ২১ গবাদিপশু, ৯ ঘর অগ্নিকাণ্ডে দু’টি বাড়ির নয়টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে

দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলার একটি গ্রামে অগ্নিকাণ্ডে দু’টি বাড়ির নয়টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে ২১টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দশ লক্ষাধিক টাকার।

সোমবার (১৬ এপ্রিল) দিনগত রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের ঝন্টুপাড়া গ্রামের মোজাম উদ্দিন ও বছির আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হক সাজু বাংলানিউজকে জানান, রাতে মোজাম উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।

মুহুর্তের মধ্যে তা পাশের বছিরের বাড়িতেও ছড়িয়ে যায়। খবর পেয়ে নীলফামারী থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দুই বাড়ির নয়টি ঘরের সব আসবাবপত্র পুড়ে যায় এবং ২১টি গবাদিপশুর মৃত্যু হয়।  

অগ্নিকাণ্ডে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ মাহবুব-উল ইসলাম।  

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।