[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৪ শ্রাবণ ১৪২৫, ১৯ জুলাই ২০১৮

bangla news

দুর্গাপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১৬ ৯:৫০:২০ পিএম
মাছি পড়া খাবার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান। ছবি: বাংলানিউজ

মাছি পড়া খাবার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: খাবারে মাছি পড়া ও দুর্গন্ধযুক্ত মসলা বিক্রির দায়ে নেত্রকোনার দুর্গাপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার ঝাঞ্জাইল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নেত্রকোনা সহকারী পরিচালক শাহ আলম এ অর্থদণ্ড করেন। এছাড়া হোটেলের নোংরা খাবার ও মিলের দুর্গন্ধযুক্ত মসলা পানিতে ফেলে দেওয়া হয়।

সহকারী পরিচালক শাহ আলম বাংলানিউজকে বলেন, ভাইভাই, লোকনাথ ও দুর্গা মিষ্টান্ন ভান্ডার এবং চৌধুরী নামে একটি মসলা মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, বাজার কর্মকর্তা আজমল হোসাইন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa