ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভুয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
ভুয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগে আটক ১

ঢাকা: এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের অভিযোগে ইমন হোসেন নামে এক যুবককে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ( র‍্যাব-১) সদস্যরা।

সোমবার (১৬ এপ্রিল) বিকেলে টঙ্গী সদর থানাধীন মধুমিতা কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

র‍্যাব-১ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ইমনকে টঙ্গী সদর থানায় হস্থান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে র‍্যাব-১ টঙ্গী থানায় আইসিটি আইনে একটি মামলাও দায়ের করছে।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর বাংলানিউজকে জানান, ইমনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।  

এবারও এইচএসসি পরীক্ষা চলাকালে একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের চেষ্টা করলে তাকে আটক করা হয় বলেও জানান মেজর মঞ্জুর।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এমএসি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।