ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড্ডায় ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
বাড্ডায় ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর পূর্ব-বাড্ডা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাজমুল (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নাজমুল ঢাকার দোহার উপজেলার শাকিল উদ্দিন মুন্সির ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনে থেকে কাজ করতেন।

সোমবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে পূর্ব-বাড্ডা পোস্ট অফিস গলিতে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) রাজিব আহমেদ বাংলানিউজকে জানান, ভবনের প্রথম তলার ছাদে কাজ করতে গেলে একটি পিলার ভেঙে তার উপর পড়ে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।