[x]
[x]
ঢাকা, শুক্রবার, ২৯ আষাঢ় ১৪২৫, ১৩ জুলাই ২০১৮

bangla news

বাংলাদেশে আসছেন ট্রাম্পের বিশেষ দূত স্যাম ব্রাউনব্যাক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১৬ ৪:৫৩:১৮ পিএম
স্যাম ব্রাউনব্যাক (ফাইল ছবি)

স্যাম ব্রাউনব্যাক (ফাইল ছবি)

ঢাকা: চলতি সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত স্যাম ব্রাউনব্যাক। সফরকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। 

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্যাম ব্রাউনব্যাক ১৩ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত তুরস্ক এবং বাংলাদেশ সফর করবেন। 

দূতাবাসের এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, স্যাম ব্রাউনব্যাক ঠিক কবে বাংলাদেশে আসবেন তা জানা যায়নি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে তিনি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। 

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
কেজেড/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa