ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদক-বাল্যবিয়েমুক্ত দেশ গড়ার শপথ নিল ২ হাজার শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
মাদক-বাল্যবিয়েমুক্ত দেশ গড়ার শপথ নিল ২ হাজার শিক্ষার্থী মাদক-বাল্যবিয়েমুক্ত দেশ গড়ার শপথ নিল ২ হাজার শিক্ষার্থী

চুয়াডাঙ্গা: জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েমুক্ত দেশ গড়ার শপথ নিয়েছে চুয়াডাঙ্গার দুই হাজার শিক্ষার্থী।

সোমবার (১৬ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ শপথ নেয় শিক্ষার্থীরা।

এ অনুষ্ঠানের আয়োজন করে লাল-সবুজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

স্থানীয় সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলির সভাপতিত্বে মাদকবিরোধী সভায় প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, স্থানীয় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক ও সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি জুয়েল আহমেদ।

আলোচনা সভা শেষে ওই বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েমুক্ত দেশ গড়ার শপথ নেয়। শপথ বাক্য পাঠ করান, পুলিশ সুপার মাহবুবুর রহমান।

এ সময় শিক্ষার্থীরা শপথের পাশাপাশি দেশের জন্য মরণব্যাধি জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েকে লাল কার্ড দেখায়।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।